সারাদেশ

মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের শ্রীমঙ্গল সার্কেল কার্যালয় পরিদর্শন

সুভাষ দাশ তপন,শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান শ্রীমঙ্গল সার্কেল কার্যালয় পরিদর্শন করেছেন।
সোমবার (৯ অক্টোবর) সকালে পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল অফিসে পৌঁছালে শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে পুলিশ সুপার সার্কেল অফিস ঘুরে দেখেন এবং বিভিন্ন দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি শ্রীমঙ্গল থানার আওতাভুক্ত  পুরানবাজারে অস্থিত্বহীন পুলিশ ফাঁড়িটি পরিদর্শন করেন।
এসময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Comment here

Facebook Share