ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজের কাছে রহস্যজনক একটি লাগেজে ট্রলি পড়ে থাকায় এলাকাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ট্রলিটি বালির বস্তা দিয়ে কর্ডন করে রেখেছে পুলিশ। এদিকে খবর শতশত উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেছে।
পুলিশ জানায়, রোববার সকাল ১১টা থেকে ব্রিজের কাছে একটি লাল রংয়ের লাগেজ ট্রলি পড়ে থাকে। সন্ধ্যায় ট্রাফিক পুলিশের এক সদস্য এটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাটি ঘিরে রাখে। পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, র্যাব ১৪ এর অধিনায়ক লে. কর্নেল এফতেখার উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি জানান, লাল রঙের ল্যাগেজটি রহস্যজনক। তবে ল্যাগেজটিতে কোনো মরদেহ নেই, থাকলে এতক্ষণে গন্ধ বের হতো। বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা ঢাকা থেকে আসছেন। আসলে বোঝা যাবে ল্যাগেজটিতে আসলে কী আছে।
Comment here