জাতীয়

যতই বাধা আসুক আমরা এগিয়ে যাব: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর নেতৃত্বে গতি পায় ভাষা আন্দোলন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারিকে ভাষা শহীদ দিবস পালনের দাবি তোলা হয়। বারবার আঘাত আসার পরও বাংলা আজ সগৌরবে দাঁড়িয়ে আছে। শহীদের রক্ত কখনও বৃথা যেতে পারে না।’

আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯ বিশিষ্ট ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানের কর্ণধারের হাতে ‘একুশে পদক ২০২৩’ তুলে দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বর্তমানে বাংলাদেশে সাহিত্য চর্চায় কোনো বাধা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যতই বাধা আসুক আমরা এ দেশকে এগিয়ে নিয়ে যাব। শিক্ষা-দীক্ষা, শিল্প-সাহিত্য ও সংস্কৃতি – সবদিক থেকে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে।’

এর আগে ভাষা শহীদদের স্মরণে ১৯ বিশিষ্ট ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানের কর্ণধারের হাতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

Comment here

Facebook Share