শেষটা যার ভালো, সেটাই তার ভালো বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘শেষ পর্যন্ত মানুষ স্বস্তিতে ফিরেছে। ঈদ শেষে মানুষ একইভাবে কর্মস্থলে ফিরে যাবেন। ’
আজ সোমবার নিজ জেলা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামের নিজ বাড়ির দরজার মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
নদীতে তীব্র স্রোত এবং ভারী বৃষ্টির জন্য চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘সড়কে পশুবাহী গাড়ির জন্য চলচলে কোথাও কোথাও সমস্যা হয়েছে। এছাড়া দেশের বেশিরভাগ রুটই ভালো ছিল, তবে শুধুমাত্র ঢাকা-টাঙ্গাইল রুটে বঙ্গবন্ধু সেতুর ওপারে নলকা পর্যন্ত সমস্যা হয়েছে, তবে সেটা গতকাল ঈদের আগের ছিল না।’
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা প্রমুখ।
Comment here