নিজস্ব প্রতিবেদক : সংসদে আগামী অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে করারোপ কম বেশি করার কারণে বেড়েছে অনেক পণ্যের দাম, কমেছেও বেশ কিছু পণ্যের।
আগামী অর্থবছরে দাম কমবে স্বর্ণ, সব ধরনের লুব্রিকেন্ট, পাদুকা শিল্পের টেক্সটাইল ফেব্রিক্স। কৃষি যন্ত্রপাতির মধ্যে ট্রাক্টরের টায়ার-টিউব-গিয়ার বক্সের দাম কমছে।
বিলাসি পণ্যের মধ্যে দাম কমছে রেফ্রিজারেটর ও এসির কম্প্রেসারের। নিত্যপণ্যের মধ্যে দাম কমবে চিনি, রসুন, ডিটারজেন্ট, স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের দাম।
এ ছাড়া পোল্ট্রি খাদ্য, প্লাস্টিক পণ্য, এমএস রডের দামও কমছে।
Comment here