সারাদেশ

যে কারণে আজ কারাগারেই থাকতে হচ্ছে পরীমনিকে

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর : জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে না পৌঁছানোয় পরীমনিকে আজ মঙ্গলবার মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না বলে কারা সূত্র জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ শরীফ।

তিনি বলেন, ‘সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীমনির জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়নি। তাই আজ তার জামিন হলেও কারাগার থেকে তিনি মুক্তি পাচ্ছেন না।’

তবে কারাগারে তার জামিনের কাগজপত্র পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হবে। এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরীমনির জামিনের আদেশ দেন।

দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি আজ কারামুক্ত হচ্ছেন এমন খবরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে ভিড় করছেন স্থানীয় উৎসুক জনতা। উৎসুক জনতা ছাড়াও বিপুলসংখ্যক গণমাধ্যম কর্মী এসে হাজির হন।

মঙ্গলবার রাতে পরিমনির জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছলে তা যাচাই-বাছাই শেষে বুধবার সকালে তাকে মুক্তি দেয়া হতে পারে বলে জানিয়েছে কারা সূত্র।

 

Comment here

Facebook Share