যে ‘শঙ্কায় রাতে ঘুমান না’ শামীম ওসমান - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

যে ‘শঙ্কায় রাতে ঘুমান না’ শামীম ওসমান

এক ধরনের ‘শঙ্কায়’ সারা রাত ঘুমান না আওয়ামী লীগের আলোচিত সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান। আজ বুধবার বিকেলে ঢাকার সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের এক প্রস্তুতি সভায় তিনি নিজেই এ কথা জানিয়েছেন।

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছি, আমাকে নমিনেশন দিয়েন না। সবাই যেখানে চায় সেখানে আমি বলেছি, দিয়েন না। আমাকে অন্যভাবে কাজে লাগান।’

শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে স্ত্রী-সন্তানরা ধর্ষণের শিকার হতে পারেন—এমন শঙ্কা রয়েছে জানিয়ে শামীম ওসমান বলেন, ‘আমি এমপি না হলে কিছুই হবে না। কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে আমার মেয়ে, বউদের ধর্ষণ করবে তারাই—যারা একুশে আগস্ট গ্রেনেড হামলা করেছিল। এটা একাত্তরের চেয়েও বড় যুদ্ধ। আমি সারা রাত ঘুমাই না। আমি অন্য কারও মতো না। আমি খবরগুলো পাই। কোন দিক দিয়ে এগোচ্ছে সেগুলো জানি। ওরাও জানে আমি কোন দিক দিয়ে এগোচ্ছি। আমি এম এ সোলজার। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান।’

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল প্রমুখ।

Comment here