নিজস্ব প্রতিবেদক : যৌতুকের দাবি ও নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জাকির হোসেন। রাজধানীর রমনা থানায় শনিবার রাতে তার স্ত্রী ডা. ফাতেমা জাহান বারী একটি মামলা দায়ের করেন। পরে নিজ বাসা থেকে জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘যৌতুকের কারণে মারধর ও নির্যাতনের ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জাকির হোসেনের স্ত্রী একটি মামলা দায়ের করেছেন। পরিপ্রেক্ষিতে নিজ বাসা থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘আগামীকাল রোববার জাকির হোসেনকে আদালতে পাঠানো হবে।
Comment here