রাঙ্গাবালীতে মাছ শিকারে অগ্নিকান্ড আহত ২ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

রাঙ্গাবালীতে মাছ শিকারে অগ্নিকান্ড আহত ২

মাহামুদ হাসান,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজে জেলে ট্রলারে কেরোসিন স্টোভ বিস্ফোরণে মো.কাদের শিকদার (৩৭) মো.মোশারফ (৪০) নামে দুই জেলে আহত হয়।
জানা যায়,  ঘটনাটি, সোমবার উপজেলার  সোনার চর নদীতে মাছ শিকারে যাওয়া ইঞ্জিন চালিত ট্রলারে  রাতের খাবারের জন্য রান্না করেন এ সময় কেরোসিন স্টোভে বিস্ফোরণ ঘটে। এতে কাদের শিকদার অগ্নিদগ্ধ হয়। তাকে বাঁচাতে এসে মোশারফ ও অগ্নিদগ্ধ হয়।
এ সময় একটি ট্রলারের  জেলেরা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। আহত কাদের অবস্থা গুরুত্বর হওয়ায়  বরিশাল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা পাঠানো হয়।
স্থানীয়রা জানায়,  কাদের শিকদার চরমোন্তাজ ইউনিয়নে তার পরিবার কে নিয়ে বসবাস করে তার নিজ মালিকানা একটি জেলে ট্রলার আছে সেই ট্রলার নিয়ে সোমবার মাছ ধরতে যায় কাদের সহ আরো তিন জন।
অগ্নিদগ্ধ হওয়া  কাদের শিকদারের বাড়ি বাউফল থানার ধুলিয়া ইউনিয়নে। আহত মোশারফের বাড়ি রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে।

Comment here