রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ল্যাপটপ, দুটি গাড়ি, ঘরের তালা ভাঙার যন্ত্রপাতি ও নগদ এক লাখ ৯০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে ওই ডাকাতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে পাঁচ ডাকাতকে আটক করা হয়েছে।
সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান মাসুদুর রহমান।
Comment here