ঢাকাসমগ্র বাংলা

রাজধানীতে মিছিল-সমাবেশ,অর্ধদিবস হরতাল

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা অর্ধদিবস হরতালের পক্ষে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। রবিবার সকাল সাড়ে ৬টায় পল্টন মোড় থেকে মিছিলটি নিয়ে বিজয়নগর, কাকরাইল এলাকাসহ কয়েকটি স্থানে যায় বাম জোটের নেতা-কর্মীরা।

এসময় গ্যাসের মূল্য বৃদ্ধিসহ রাজনৈতিক নেতাদের হয়রানির প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি মিছিল থেকে সরকারের নানা সমালোচনা করে স্লোগান দেয়া হয়।

মিছিলে উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদ সদস্য রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের প্রধান সংহতি জোনায়েদ সাকি, সিপিবি প্রেসিডিয়াম সদস্য কাফি রতনসহ নেতা-কর্মীরা।

Comment here

Facebook Share