রাজধানীর আট থানার ওসি বদলি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

রাজধানীর আট থানার ওসি বদলি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১৮ জন পরিদর্শককে (নিরস্ত্র) বদলি করা হয়েছে। আজ সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়।

ধানমন্ডি থানার ওসি মো. আব্দুল লতিফকে মোহাম্মদপুর, কাউন্টার টেরোরিজম বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. হুমায়ুন কবিরকে ধানমন্ডি, বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ নুরে আযম মিয়াকে বনানী, বনানীর ওসি বি এম ফরমান আলীকে বিমানবন্দর, গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স ম কাইয়ুমকে নিউমার্কেট, কদমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদকে দারুসসালাম, কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মওদুত হাওলাদারকে চকবাজার, তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. পারভেজ ইসলামকে বাড্ডা থানার ওসি পদে বদলি করা হয়েছে।

একই আদেশে নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আতিকুর গোয়েন্দা-পশ্চিম বিভাগ, মোহাম্মদপুর ওসি গনেশ গোপাল বিশ্বাসকে প্রসিকিউশন বিভাগ, দারুসসালাম থানার ওসি মো. আসলাম উদ্দিনকে ডিএমপি হেডকোয়ার্টার্সের অপারেশন বিভাগ, চকবাজার থানার ওসি মো. সোহরাব হোসেনকে কাউন্টার টেরোরিজম বিভাগ, বাড্ডা থানার ওসি মো. রফিকুল ইসলামকে  অর্গানাইজড অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ, মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ শরীফুল ইসলামকে লজিস্টিকস বিভাগ, দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল গনি সাবুকে ডিএমপি হেডকোয়ার্টার্সের অপারেশন বিভাগ, লাইনওআরে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলমকে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন),  লাইনওআরে কর্মরত পুলিশ পরিদর্শক সামছুল আলমকে ডিএমপি হেডকোয়ার্টার্সের অপরাধ বিভাগ ও লাইনওআরে কর্মরত পুলিশ পরিদর্শক এইচ এম কামাল হোসেনকে ডিএমপি হেডকোয়ার্টার্সের সদরদপ্তর ও প্রশাসন বিভাগ হিসেবে বদলি করা হয়েছে।

Comment here