ঢাকাসমগ্র বাংলা

রাজধানীর সিদ্ধেশ্বরীতে তরুণীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার রাস্তা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে এ লাশ উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘পুলিশ ৬৮ সিদ্ধেশ্বরীর সামনের রাস্তা থেকে অজ্ঞাত ওই তরুণীর লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। প্রত্যক্ষদর্শীদের অনেকে বলছেন ভবন থেকে তরুণী পড়ে গেছে। তার পরনে ছিল শর্ট কামিজ ও প্যান্ট। তার বয়স ২০ থেকে ২২ বছর হতে পারে।’

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও পুলিশের এ কর্মকর্তা জানান।

Comment here

Facebook Share