মঈনুদ্দিন সিদ্দিক,জেলা প্রতিনিধিঃ রাজনগর থেকে মৌলভীবাজারের উদ্দেশ্য মনু ব্রিজের পাশদিয়ে এক অটোরিকশায় যাতায়াত করতে গিয়ে ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। গত ১৭’ই ফেব্রুয়ারী রোজ সোমবার সন্ধায় মাতারকাপন এলাকায়
ক্যানেলের পাশের এক নির্জনস্থানে এমন ঘটনা ঘটে।
এ সময় স্থানীয়দের সহায়তায় ধর্ষিতাকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। গৃহবধূর স্বামী জগলু মিয়া ও হাসপাতালে
চিকিৎসাধীন তার স্ত্রী জানান- গতকাল তার স্বামীর বাড়ী রাজনগর উপজেলার
মুন্সিবাজার ইউনিয়নের মুড়াউড়া থেকে শহরে আসার পথে চাঁদনীঘাট অটোরিকশায় উঠেন। মনুব্রিজের এলাকায় ক্যানেলের পাশে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক সেখানে সদর উপজেলার বালিসহস্র গ্রামের মুজাহির
মিয়ার ছেলে আনছার মিয়া (৩৪) ও একই গ্রামের সালামত মিয়া (৩৩) তাকে জোরপূর্বক ধর্ষন করে।
এ সংবাদ পরিবেশন পর্যন্ত নির্যাতনের শিকার গৃহবধু মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তবে পারিবারিক সুত্রে খবর পাওয়া যায় ধর্ষিতা রাজনগর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
Comment here