রাজশাহীতে ৬৭ জনের করোনা শনাক্ত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজশাহীসমগ্র বাংলা

রাজশাহীতে ৬৭ জনের করোনা শনাক্ত

মোঃআলাউদ্দীন মন্ডল : রাজশাহী নগরীর ৩৬ জনসহ ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ৩১ জনের বাড়ি পাবনায়। গতকাল  মঙ্গলবার (২৩) জুন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৬৭ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে।রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, এ দিন তাদের ল্যাবে ১১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রাজশাহী নগরীতে থাকা ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নগরীর ছয়জনের করোনা শনাক্ত হয়েছে।
হাসপাতালে শনাক্ত হওয়া ৩০ রোগী হলেন- রাজশাহী সিটি করপোরেশনের বৃষ্টি (৩০), রামেক হাসপাতালের শফিকুল ইসলাম (৫৮), ফাহিমা (২৫), জাহিন তাবাসসুম (২৩), জহুরুল (৩২), কোহিনুর বানু (৩২), ডা. সাদিয়াতুন মারজিয়া (৩৫), মোনাই (২৭), সেলিনা (৩৯), মাসুদ রানা (২৮), আওসফ কবীর (৭), কবীর (৩০), রাকিব আহমেদ (৩৯), শফিকুর (৪৫), একেএম মেজবাহ (৩৯), শামসুল হক (২৭), হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডের রোগী জুলফিকার আলী (৬৫), শামসুল (৩২), মাহাতাব (৪৫), ৪৪ নম্বর ওয়ার্ডের রোগী বকুল (২২), ৮ নম্বর ওয়ার্ডের রোগী হারুন অর রশিদ (২৫), খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন ইবরাহিম (২৫), হামিদুজ্জামান (৬০), মসিজুদ্দিন (৫৪), গোলাম আকবর (২৮), ডা. সম্পা (২৮), বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ার হোসেন (২৯), নগরীর হাদির মোড়ের বাসিন্দা রাকেশ (২৫), নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মারুফা বিনতে শাহবাজ (২৮) এবং আতিয়া বুসরা (১৮)।অন্যদিকে রামেকের ল্যাবে নগরীর যে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে তারা হলেন- শামিম আখতার (৪০), ডা. জেরিন সাজ্জাদ (৩৪), সাইফুল ইসলাম (৬৫), উপশহর ৩ নম্বর সেক্টরের বাসিন্দা কামরুজ্জামান (৪৫), চকপাড়া এলাকার বাসিন্দা রইস উদ্দিন (৪৫) এবং হোসনীগঞ্জের বাসিন্দা মাহমুদুল কবীর (৪৫)। এদের মধ্যে শামিম রামেকের করোনা ল্যাবের ইনচার্জ। আর কামরুজ্জামান রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের একজন সহকারী প্রকৌশলী। আর রইস উদ্দিন মুদি দোকানী।রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, তাদের ল্যাবে ১৮৭টি নমুনার রিপোর্ট হয়েছে।
এতে মোট ৩৭টি নমুনার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। নগরীর ছয়জন বাদে বাকি ৩১ জনের বাড়ি পাবনা। বিষয়টি পাবনার সিভিল সার্জনকে জানানো হয়েছে।নতুন ৩৬ জন শনাক্ত হওয়ায় রাজশাহীতে এখন আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৪৩ জনে দাঁড়াল। আর পাবনায় আক্রান্তের সংখ্যা হলো ৩৬৭ জন। পাবনায় এ পর্যন্ত ৫ জন এবং রাজশাহীতে ৬ জন মারা গেছেন করোনায়।

Comment here