রাজশাহী ব্যুরো : রাজশাহী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি আন্তঃনগর ট্রেনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে যাত্রার ১০ মিনিট আগে এই ঘটনা ঘটে।
খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার স্টার্ট করলে একটি বগির টয়লেটে লাইটের সংযোগ থেকে শর্টসার্কিট হয়ে এই আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফলে ট্রেনের কয়েকশ যাত্রী দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছেন। তবে এ ঘটনায় একটি শোভন চেয়ারের কোচ বাতিল করা হয়। পরে ট্রেনটি এক ঘণ্টা দেরিতে খুলনার উদ্দেশে রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে।
রাজশাহী স্টেশনের ম্যানেজার আব্দুল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৬টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে ট্রেনটি সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়।
তিনি আরও বলেন, ট্রেনটি স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। হঠাৎ কালো ধোঁয়ায় ওই বগি আচ্ছন্ন হয়ে যায়। ধোঁয়া দেখে ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অল্পের জন্য সবাই রক্ষা পেয়েছেন।
স্টেশন ম্যানেজার বলেন, আগুনে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ওই বগির যাত্রীদের অন্য বগিতে নেওয়ার ব্যবস্থা করা হয়। যারা সিট পাননি তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।
Comment here