রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে ভুল সংশোধন করে রাজাকারের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যৌথ সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‌‘এ ব্যাপারে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে তারা অলরেডি দুঃখপ্রকাশ করেছেন এবং ভুল সংশোধনের আশ্বাস দিয়েছেন।’

আগামী শুক্রবার শুরু হতে যাওয়া ২১তম জাতীয় সম্মেলন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘এবারের সম্মেলন হবে স্মরণকালের সর্ববৃহৎ সম্মেলন।’ এ সময় সম্মেলনকে কেন্দ্র করে দলের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধের নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের শুভকামনা জানিয়ে যেসব বিলবোর্ড টাঙানো হয়েছে তা আজকের মধ্যে নামিয়ে ফেলারও নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের।

Comment here