হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা পরিষদের সহোযোগিতায় চলমান করোনা দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত অর্থে খাদ্য সামগ্রী ৩৮০ জন কর্মহীন ব্যক্তির মাঝে বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে ১ এপ্রিল বুধবার বিকালে রাতোর ইউনিয়ের ধামের হাট মাঠে হত দরিদ্র ভিক্ষুক, হোটেল বয়, প্রতিবন্ধী, ভ্যান চালক, চা ও পান দেকানদার, দিন মুজুর ২৮০ জন ব্যক্তিকে ১০ কেজি চাল ২ কেজি আলু ও ১ কেজি ডাল সাময়িক খাদ্য সামগ্রী দেয়া হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপ সহকারি প্রকৌশলী (পিআইও আফিস) তাজউদ্দিন আহমেদ, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।
Comment here