রাত থেকেই ঢাকায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

রাত থেকেই ঢাকায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

রোববার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। হরতালে জনসাধারণের নিরাপত্তায় আজ শনিবার রাতেই রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রমনায় এক, মতিঝিল দুই ও পল্টনে দুই প্লাটুন বিজিবি টহলে থাকবে। এছাড়া সচিবালয়ে দুই ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে সরকার পতনের এক দফা দাবি আদায়ে আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ পালন করে বিএনপি। এই সমাবেশ থেকে আগামীকাল রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা গেছে, নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার সারাদেশে হরতাল কর্মসূচি পালন করবে দলটি। বিএনপির পর একই দিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী। সংগঠনটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

এদিন মহাসমাবেশ কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরও অনেকে। এছাড়া সংঘর্ষে বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীও আহত হন।

Comment here