রাস্তার পাশে শপিং ব্যাগে পড়েছিল নবজাতকটি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

রাস্তার পাশে শপিং ব্যাগে পড়েছিল নবজাতকটি

সাভার প্রতিনিধি : ঢাকার অদূরে সাভারে ফুটফুটে এক কন্যা নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে হাসপাতাল কতৃপক্ষের তত্ত্বাবধানে তার চিকিৎসা সেবা চলছে।

আজ বুধবার বিকেল ৫টার দিকে সাভার পৌর এলাকার মুক্তিরমোড় এলাকার একটি রাস্তার পাশে শপিং ব্যাগের ভিতর থেকে নবজাতকটিকে উদ্ধার করেন সম্রাট নামের এক যুবক।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) জাকারিয়া হোসেন জানান, আজ বিকেল ৫টার দিকে মুক্তিরমোড় এলাকায় রাস্তার পাশে থাকা একটি শপিং ব্যাগের ভিতর এক নবজাতক কন্যাকে দেখতে পান সম্রাট নামের এক যুবক। পরে শপিং ব্যাগের ভিতর থেকে ওই নবজাতককে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ফুটফুটে কন্যা নবজাতকটিকে পরম আদর-মমতা দিয়ে হাসপাতাল কতৃপক্ষ চিকিৎসা সেবা দিচ্ছে। কন্যা নবজাতককে এক নজর দেখার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় জমিয়েছেন স্থানীয়রা।

জাকারিয়া হোসেন বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উপজেলা প্রশাসন কতৃপক্ষের সঙ্গে আলোচনা করে নবজাতকটিকে সমাজ সেবা অধিদপ্তরে পাঠানো হবে।’

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, উদ্ধার হওয়া নবজাতক বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছে। নবজাতকটি হাসপাতালেই তাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবে।

Comment here