তাছলিমা আক্তার (রায়পুরা) নরসিংদী প্রতিনিধি : “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি “এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মাহমুদাবাদ গ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস -২০২২ পালিত হয়।
২২ অক্টোবর রোজ শনিবার সকালে নরসিংদী জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহণ কতৃপক্ষ ( বিআরটি এ) নরসিংদী সার্কেল এর আয়োজনে রায়পুরা উপজেলার মাহমুদাবাদ রাজি উদ্দীন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দিবসটি উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন ও শিক্ষার্থী,যান চালকদের নিয়ে রালি বের করা হয়। রালিটি মাহমুদাবাদ রাজিউদ্দীন রাজু উচ্চ বিদ্যালয়ের গেইট থেকে শুরু হয়ে ঢাকা- সিলেট মহাসড়কের নীলকুঠি বাসস্ট্যান্ড পর্যন্ত যায়।নরসিংদী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ড ( বিআরটি এ) সভাপতি এ এস এম ইবনুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এ সময় আরো উপস্হিত ছিলেন, নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ,নরসিংদী সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হামিদুল ইসলাম, রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক,উপজেলা নির্বাহি অফিসার আজগর হোসেন, রায়পুরা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আজিজুর রহমান,নরসিংদী বিআরটি এ সহকারী পরিচালক শেখ মো: ইমরান, নিরাপদ সড়ক চাই নরসিংদী জেলার সভাপতি এড. সোহরাব হোসেন ভূইয়া সোহাগ,নরসিংদী জেলা পরিবহন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন মৃধা,নরসিংদী আন্ত: জেলা বাস মিনিবাস টার্মিনালোর সভাপতি এএইচএম জাহাঙ্গীর, নরসিংদী সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রাশেদুর হক,উপসহকারী প্রকৌশলী মহিবুল্লাহ সুমন প্রমূখ।
এ সময় বিভিন্ন যানবাহন চালক,বিআরটি এ,বাস/ মিনিবাস মালিক সমিতি,বাস/ ট্রাক শ্রমিক ইউনিয়নসহ গণমাধ্যমকর্মীগণ উপস্হিত ছিলেন।
Comment here