রিকশা থেকে নামিয়ে কিশোরীকে গণধর্ষণ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

রিকশা থেকে নামিয়ে কিশোরীকে গণধর্ষণ

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে রিকশা থেকে নামিয়ে গণধর্ষণের  অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপর ওই কিশোরীকে উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে পুলিশ।

ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, বুধবার রাত ৯টার দিকে ভৈরব বাসস্ট্যান্ড থেকে রিকশা নিয়ে রেলস্টেশন আসার পথে চার যুবক তার রিকশা থামান। এরপর তাকে জোর করে রিকশা থেকে নামিয়ে ধর্ষণ করেছেন তারা।

ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। সে তার খালার বাসা টঙ্গীতে থাকতো। বুধবার টঙ্গী থেকে ভৈরব হয়ে সুনামগঞ্জের দিরাই যাওয়ার কথা ছিল তার।

ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রাতেই ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা গ্রহণের প্রস্ততি চলছে।’

Comment here