সারাদেশ

রিকশা থেকে নামিয়ে গণধর্ষণ, ৮ আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে নারীকে রিকশা থেকে নামিয়ে গণধর্ষণের অভিযোগে হওয়া মামলার আট আসামিকে রিমান্ডে পেয়েছে পুলিশ। আজ শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খাইরুল আমিনের আদালত এই আদেশ দেন।

আসামি জাহাঙ্গীর আলমের পাঁচ দিন ও আসামি ইউসুফ (৩২), রিপন (২৭), সুজন (২৪), দেবু বড়ুয়া, জোবায়ের হোসেন, মো. শাহেদ (২৪), রিন্টু দত্ত বিপ্লব (৩০) ও মনোয়ারা বেগম ওরফে লেবুর মাকে (৫৫) তিন দিন করে রিমান্ডে দেওয়া হয়। চান্দগাও থানার পরিদর্শক (তদন্ত) রাজেস বড়ুয়া জানান, পুলিশ এই মামলায় সাত দিন করে রিমান্ডে চায় আসামিদের।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানা এলাকায় বাসায় ফেরার পথে গৃহবধূকে রিকশা থেকে নামিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে। রাতেই ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

Comment here

Facebook Share