সারাদেশ

রিজার্ভে যোগ হলো ১০৮৯ মিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যুক্ত হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া ৬৮৯.৮৩ মিলিয়ন ডলার। এছাড়া রিজার্ভে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৪০০ মিলিয়ন ডলারও যোগ হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি হিসেবে অনুমোদিত ৬৮৯.৮৩ মিলিয়ন ডলার ও এডিরির ঋণের  ৪০০ মিলিয়ন ডলার রিজার্ভের সঙ্গে যুক্ত হয়েছে। সব মিলিয়ে এই অর্থের পরিমাণ ১০৮৯.৮৩ মিলিয়ন ডলার। এছাড়াও বিশ্ব ব্যাংকসহ অন্যান্য ঋণের আরও অর্থ যুক্ত হওয়ার কথা রয়েছে। আর্থিক সংকটের সময়ে এটা আমাদের জন্য স্বস্তির খবর।

 

এর আগে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) আইএমএফ’র প্রধান কার্যালয় ওয়াশিংটনে ডিসিতে পর্ষদ সভা ৬৮ কোটি ৯৮ লাখ ডলার দ্বিতীয় কিস্তির এ ঋণ অনুমোদন করে। বুধবার (১৩ ডিসেম্বর) মো. মেজবাউল  হক জানান, অনুমোদিত ঋণ শুক্রবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের  রিজার্ভে জমা হবে।

Comment here

Facebook Share