বিনোদন প্রতিবেদক : এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ রোববার। আর এবার পরীক্ষার্থী ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। পরীক্ষায় ফলাফল ৩.৭৫ (এ মাইনাস)। রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন এই চিত্রনায়িকা।
দীঘি বলেন, ‘আমি যে এ মাইনাস পেয়েছি এতেই অনেক খুশি। সারাদিন শুটিং শেষ করে পড়াশোনা, আবার মহামারীর মধ্যে পড়াশোনায় ঠিক মতো মনও বসাতে পারিনি। রেজাল্ট যে দিয়েছে এই বেশি। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে পরিকল্পনা করতে হবে।’
শিশু শিল্পী হিসেবে শোবিজে পা রাখেন দীঘি। মোবাইল কম্পানির বিজ্ঞাপনে ময়না পাখির নাম ধরে ডাকা দীঘির একটি সংলাপ দেশজুড়ে সাড়া ফেলেছিল। ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান তিনি।
দীঘি এখন বাংলা সিনেমার নায়িকা। নায়িকা হিসেবে মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’সহ কাজ করছেন হাফ ডজন সিনেমায়। বর্তমানে তার হাতে আছে বেশ কিছু সিনেমা ও ওয়েব ফিল্মের কাজ।
Comment here