বাসমালিকদের সুবিধা দিতে চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল বন্ধ করা হয়নি জানিয়ে রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘রেল বন্ধ রেখে বাসমালিকদের সুযোগ দেওয়া বিকৃত মানসিকতার পরিচয়। কোনো অবস্থায় রেল বন্ধ করে কাউকে সুযোগ দেওয়া হবে না।’
আজ শনিবার সকালে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সামনে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ, বিজ্ঞান মেলা ও কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেলপথমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন নতুন লাইন সংযোজন, বগি ও ইঞ্জিন আমদানি করা হচ্ছে। কিছু মানুষ আছে যাদের সফলতা ভালো লাগে না, যারা উন্নয়ন চোঁখে দেখে না, তাদের নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। আমরা উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার কাজ চালিয়ে যাব।’
জিল্লুল হাকিম বলেন, ‘সবার সহযোগিতা ও দোয়ায় গত ঈদের মতো এবারও ভালোভাবে মানুষকে বাড়ি পৌঁছে দিতে পারব। গত ঈদে মানুষ যেমন বাহবা দিয়েছেন, এবারও বাহবা ধরে রাখতে পারব। বরাবরের মতো এবারও রেলের সব ধরনের ব্যবস্থা থাকবে। ঈদের আগে তিন দিন থাকবে কোরবানির পশু বহনের বিশেষ ক্যাটল ট্রেন।’
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বিকেলে রাজবাড়ী ও বালিয়াকান্দি উপজেলার সীমান্তবর্তী মাসালিয়া এলাকায় শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ সভাপতি জিল্লুল হাকিমের।
Comment here