রোজা নিয়ে গান ‘এলো মাহে রমজান’ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢালিউডবিনোদন

রোজা নিয়ে গান ‘এলো মাহে রমজান’

জগলুল হায়দারের কথায় রমজানের গান খ্যাতিমান ছড়াকার জগলুল হায়দারের কথায় প্রকাশিত হচ্ছে রোজা নিয়ে গান ‘এলো মাহে রমজান’। ‘ধরায় এসেছে খুশি/খুশি বুকেতে পুষি, উঠেছে অই বাঁকা চাঁন/এলোরে এলো মাহে রমমজান’ এমন সুন্দর কথার গানটি গেয়েছেন তরুণ কণ্ঠশিল্পী মামুন খান মিশু, সুর ও সঙ্গীত করেছেন রেমো বিপ্লব। সম্প্রতি গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। ভিডিও নির্দেশনা দিয়েছেন তরুণ নির্মাতা আপন অপু।

দৃশ্য ধারণ করেছেন রকিবুল ইসলাম রুমন। গানটি প্রকাশিত হবে ‘আপন বাংলা’ ইউটিউব চ্যানেল থেকে। গানটি সম্পর্কে জগলুল হায়দার বলেন, রোজা নিয়ে আমাদের সবার মাঝেই আলাদা একটা অনুভ‚তি থাকে। একটা ভালোলাগা, ভালোবাসা থাকে। সেই ভালোবাসার জায়গা থেকেই গানটি লেখা। তরুণ শিল্পী মিশুও গানটি অনেক ভালো গেয়েছে। গানটি সকল শ্রেণির শ্রোতাদের কাছেই ভালো লাগবে বলে প্রত্যাশা। উল্লেখ্য খ্যাতিমান এই ছড়াকার, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভ‚ক্ত গীতিকার।

এর আগে তার লেখা গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী মনীর খানসহ অনেকেই।

Comment here