রোডম্যাপ জানতে চাইলে উপদেষ্টাদের অস্বস্তি হয়: তারেক রহমান - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

রোডম্যাপ জানতে চাইলে উপদেষ্টাদের অস্বস্তি হয়: তারেক রহমান

রাষ্ট্র মেরামতের রোডম্যাপ জানতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অস্বস্তি বোধ করেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রবিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘সংস্কারের নামে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে জনগণের কাছে সংস্কারের প্রয়োজনীতা নিয়ে প্রশ্ন উঠবে। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কত সময় দরকার তা জনগণ জানতে চায়।’

সরকার নিজেরা নিজেদের সফল দেখতে চায় কি না, তা তাদের পরিষ্কার করারও আহ্বান জানান তারেক রহমান।

অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা করায় আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কষ্টে আছে।’

মহান বিজয় দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। আলোচনা সভায় বিএনপি নেতারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে একতরফা রাজনীতি করার জন্য আওয়ামী লীগের সমালোচনা করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। আর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আগামীদিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Comment here