লকডাউনে বান্দরবানে নিরব-মিথিলা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
বিনোদন

লকডাউনে বান্দরবানে নিরব-মিথিলা

বিনোদন প্রতিবেদক : দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া নিষেধ। এমন পরিস্থিতিতে ঢাকার বাইরে রয়েছেন চিত্রনায়ক নিরব ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। চলছে তাদের রোমাঞ্চ।

জানা যায়, কঠোর লকডাউনের মধ্যেই নতুন ছবি ‘অমানুষ’র কাজ করছেন তারা। বর্তমানে আছেন বান্দরবানে। টানা ২০ দিন শুটিংয়ে পর আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে এর দৃশ্যধারণ।

তবে বান্দরবানের কোথায় হচ্ছে শুটিং? এটি বলতে নারাজ ছবির পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, ‘আজ আমাদের শেষ শুটিং হচ্ছে। আর বাকি থাকবে ছবির গানের দৃশ্যধারণ। এগুলোও দ্রুত হবে।’

কঠোর লকডাউনের মধ্যে শুটিং করার কারণ জানতে চাইলে এই নির্মাতা বলেন, ‘সবাই শুটিং চালিয়ে যাচ্ছে। আর এই কঠোর লকডাউন শুরুর অনেক আগেই আমরা শুটিংয়ের জন্য আউটডোরে চলে এসেছি। আজ থেকে সাধারণ ছুটি। আজকেই আমাদের শুটিং শেষ হবে।’

নির্মাতার ভাষ্য মতে, গত ২৪ মার্চ থেকে টানা চলছে ‘অমানুষ’র দৃশ্যধারণ। ১ এপ্রিল থেকে অংশ নিয়েছেন নিরব ও মিথিলা।

চার মাস আগে ‘অমানুষ’ নির্মাণের পরিকল্পনা করেন পরিচালক। এর সংলাপ রচনা করেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ। নিরব-মিথিলার পাশাপাশি এতে আরও আছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, কাজী নওশাবা আহমেদ, রাশেদ মামুন অপু প্রমুখ।

 

Comment here