লকডাউনে বাড়ি ফিরতে মৃত্যুর নাটক - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

লকডাউনে বাড়ি ফিরতে মৃত্যুর নাটক

অনলাইন ডেস্ক : বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও প্রতিনিয়ত বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এজন্য কঠোর পদক্ষেপ নিয়েছে নরেন্দ্র মোদি সরকার। দেশটিতে এখন চলছে ২১ দিনের লকডাউন। এ জন্য অনেকেই আটকে আছেন নিজ এলাকার বাইরে বিভিন্ন জায়গায়।

এই পরিস্থিতির মধ্যেও বাড়ি ফিরতে এবং স্বজনদের পাশে থাকতে মরিয়া এক ব্যক্তি ‘মৃত্যুর পথ’ বেছে নেন। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায়। হাকাম দিন নামে এই ব্যক্তি গত সপ্তাহে আহত অবস্থায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর সারা ভারতে লকডাউন শুরু হয়।

চিকিৎসার পর সুস্থ হয়েও বাড়ি ফিরতে পারছিলেন না লকডাউনের জন্য। এর পর মৃতের অভিনয় করে অভিনব পন্থা অবলম্বন করেন হাকাম দিন। আরও তিনজনের সঙ্গে আলাপ আলোচনা করে বের করেন ভুয়া ডেথ সার্টিফিকেট। নিরাপদে অ্যাম্বুলেন্সে বাড়ি ফেরার জন্য ওই উপায় বের করেন তারা।

সবই পরিকল্পনা অনুসারে চলছিল। কিন্তু মাঝপথে বাধ সাধে পুলিশের একটি দল। মাঝ রাস্তায় অ্যাম্বুলেন্স আটকে খোঁজ খবর করতে গিয়ে সামনে আসে সত্য বিষয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় হাকাম দিনসহ বাকি তিন জনকে। তাদের আপাতত পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে।

Comment here