রাজধানীর লালবাগ থানা এলাকায় মদিনা মিষ্টান্নভাণ্ডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
আজ সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে।
মিষ্টান্নভাণ্ডারের পাশের এক ব্যবসায়ী বলেন, আমি বাসায় ছিলাম। আমার ম্যানেজার আমাকে আগুন লাগার বিষয়টি জানায়। এসে জানতে পারি মদিনা মিষ্টান্নভাণ্ডারের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত।
তিনি বলেন, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হওয়াতে সব জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া গোডাউনে প্লাস্টিকের খেলনা থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ েআগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুনের তীব্রতা বাড়ার খবর পেয়ে একে একে আরও ৭টিসহ মোট ৯টি ইউনিট পাঠানো হয়েছে।’
রাশেদ বিন খালেদ বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’
Comment here