লিফটের বোতাম, সিঁড়ির হ্যান্ডেল থেকেও করোনা ছড়াতে পারে : স্বাস্থ্যমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

লিফটের বোতাম, সিঁড়ির হ্যান্ডেল থেকেও করোনা ছড়াতে পারে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : লিফটের বোতাম, সিঁড়ির হ্যান্ডেল থেকেও করোনা ছড়াতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ শুক্রবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

করোনা সংক্রমণের কারণ ব্যাখ্যা করে জাহিদ মালেক বলেন, ‘যারা বহুতল ভবনে থাকেন, লক্ষ্য করা যাচ্ছে যে, একে-অপরের সাথে দেখা না হলেও সংক্রমণের হার বাড়ছে। আপনাদের ভবনের লিফটের ভেতরে ও বাইরে বিশেষ করে লিফটের বোতাম, সিঁড়ির হ্যান্ডেল; হ্যান্ডেল জীবাণুমুক্ত করে রাখুন। এগুলো সংক্রমণের উৎস।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ কার্যক্রমে আরো বেশি সোচ্চার হওয়া প্রয়োজন। লকডাউন আরো কার্যকর করতে হবে। বিভিন্ন স্থানে বিশেষ করে হাট-বাজার, দোকানে ঘোরাফেরার কারণে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। রিকশা ও অন্যান্য যানবাহন অবাধে চলাচল করছে। ত্রাণ বিতরণেও মানুষ আক্রান্ত হচ্ছে। এসব কারণে ঝুঁকির আশঙ্কা বেড়ে যাচ্ছে।’

এলাকা ভিত্তিক করোনা সংক্রমণের চিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, আক্রান্তদের মধ্যে ৪৬ শতাংশই রাজধানী ঢাকার বাসিন্দা। এরপর ২০ শতাংশ নারায়ণগঞ্জের। এ ছাড়া গাজীপুর, চট্টগ্রাম ও মুন্সিগঞ্জেও করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে।

আজকের ব্রিফিংয়ে জাহিদ মালেক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করেছি ২ হাজার ১৯০ জনের। করোনায় আক্রান্ত হয়েছেন ২৬৬ জন। মোট আক্রান্তের সংখ্যা হলো ১৮৩৮। মৃত্যুবরণ করেছেন ১৫ জন এবং মোট মৃত্যুবরণ করলেন ৭৫ জন। আজকে মৃত্যুর সংখ্যা বেশি। যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আরোগ্য লাভ করেছেন ৯ জন। মোট আরোগ্য লাভ করেছেন ৫৮ জন।’

Comment here