মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলার গর্বিত সন্তান মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান গত সোমবার (১৪ অক্টোবর) লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। পদন্নোতি পরবর্তী তাকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তার এই অসামান্য কৃতিত্বে পুরো পিরোজপুর জেলায় আনন্দ মুখর পরিবেশ বিরাজ করছে। এলাকাবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান এর আগে চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালে ২৪তম বিএমএ লং কোর্স থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত এই কর্মকর্তা ২০২২ সালে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পান। কর্মজীবনে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ডি আর কঙ্গোতে পদাতিক ব্যাটালিয়নের কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি রাষ্ট্রপতির উপ-সামরিক সচিব হিসেবেও ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
মাইনুর রহমানের শিক্ষাগত কৃতিত্বও অসাধারণ। তিনি ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার কার্লাইল শহর থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং অসামান্য সাফল্যের জন্য স্বীকৃতিও পান।
লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান পিরোজপুর জেলা শহরের শহীদ ফজলুল হক সড়কের (পাড়েরহাট সড়ক) হাসিনা মঞ্জিলের বাসিন্দা ছিলেন। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ডিএসপি) মরহুম লুৎফর রহমান ও মরহুমা হাসিনা আক্তারের কনিষ্ঠ সন্তান এবং মুক্তিযুদ্ধের ৯ম সেক্টরের সাব সেক্টর কমান্ডার মেজর জিয়া উদ্দিনের ভাগ্নে। বিবাহিত জীবনেও তিনি দুই সন্তানের জনক।
তার এই পদোন্নতি শুধুমাত্র পরিবারের জন্য নয়, পুরো পিরোজপুর জেলার জন্য গর্বের বিষয়। জেলা শহরে তার এই অর্জনে বিপুল উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
Comment here