শান্তিনগরের স্কাইভিউ টাওয়ারে আগুন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

শান্তিনগরের স্কাইভিউ টাওয়ারে আগুন

রাজধানীর শান্তিনগরে পীর সাহেবের গলির স্কাইভিউ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শান্তিনগরের পীর সাহেবের গলিতে স্কাইভিউ টাওয়ারে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। রাত ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে গত ২৮ মার্চ দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নেয়। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত সাতটায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন মারা গেছেন।

Comment here