রাজশাহীসমগ্র বাংলা

শার্শায় পিকনিক বাস ও যাত্রী বাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত- ৯

শরীফুল ইসলাম বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সাথে সাতক্ষীরার কলারোয়া থেকে ছেড়ে আসা বিবি আর,এন,এস মাধ্যমিক স্কুলের গ্রীন বাংলা নামে একটি পিকনিক বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে এক বাসের চালক নিহত ও ৯ শিক্ষক- শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে  বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮ টার সময় যশোরের নাভারন- সাতক্ষীরা সড়কের হাড়িখালি তেরে দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শিক্ষার্থী বহনকারী পিকনিক বাসটি সাতক্ষীরা থেকে ছেড়ে রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী যশোর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যায় যাত্রীবাহী বাসের চালক। অপরদিকে পিকনিক বাসের ২ শিক্ষক ও ৭ শিক্ষার্থী গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ও সাতক্ষীরায় হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ ঘটনায় প্রায় ২ ঘন্টা ভারী যানবাহন চলাচল বন্ধ থাকে।
দুর্ঘটনার সময় চারদিকে ঘন কুয়াশা ছিল। আর এই কুয়াশা থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করেন।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এবং দুর্ঘটনা কবলিত দুটি বাস রাস্তা থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

Comment here

Facebook Share