নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের রপ্তানি শাখা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। গতকাল শনিবার রাত ১০টায় এ স্বর্ণ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করে কাস্টমসের সহকারী কমিশনার সোলায়মান সাইফ জানান, ধারণা করা
হচ্ছে, সুবিধাজনক সময়ে এই সোনা পাচার করার জন্য এখানে রাখা হয়েছিল। কাস্টমস হাউসের কর্মকর্তারা জানান, কাচের ফ্রেমে বিশেষ কায়দায় লুকানো চারটি কার্টনে ১০০ গ্রামের ৬৪০টি স্বর্ণের বারের ওজন ৬৪ কেজি, যার মূল্য প্রায় ৩২ কোটি টাকা।
গোপন সূত্রে খবর পেয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। গত শুক্রবার সিঙ্গাপুর থেকে বিজি ০৮৫ নম্বর ফ্লাইটে সোনার এই চালান ঢাকায় আসে। এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
Comment here