শাহপরাণ গেটে মরা মোরগ বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সমগ্র বাংলাসিলেট

শাহপরাণ গেটে মরা মোরগ বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ আক্তার হোসেন,(সিলেট জালালাবাদ প্রতিনিধি) : সিলেট মহানগরীর শাহপরাণ মাজার গেট এলাকায় মরা মোরগ বিক্রি করার দায়ে একটি পোল্ট্রি ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে মাজার গেইট এলাকার পোল্ট্রি ফার্মে মরা মোরগ বিক্রি হচ্ছে জানিয়ে ইকবাল আহমদ নামে এক ব্যাক্তি জরুরী সেবা-৯৯৯ এ কল দেন। খবর পেয়ে শাহপরাণ (রহঃ) থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরীর নির্দেশে এএসআই মো. সেলিম সিরাজের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেসার্স সোয়েব ডিজিটাল পোল্ট্রি ফার্ম-২-এর সামনে অনুমান ৪০/৫০টি মরা মোরগ দেখতে পায়। এসময় দোকানের মালিক মো. ইমানুল হককে আটক করে পুলিশ।
পরবর্তীতে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, সিলেটের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলমকে এ বিষয়ে অবহিত করলে তিনি তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় মাজার গেইটস্থ মেসার্স সোয়েব ডিজিটাল পোল্ট্রি ফার্ম-২ এর মালিক ইমানুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা।

Comment here