শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। তবে নৌরুটে এখনো কিছুটা কুয়াশা থাকায় ফেরি চলাচল করছে ধীরগতিতে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট ও মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে সাড়ে ৪ শতাধিক ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে ছিল। এখন সেগুলো চলতে শুরু করেছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক সফিক আহম্মেদ জানানঘন কুয়াশার কারণে নদীর চ্যানেলের পয়েন্টগুলোতে বিকন বাতি দেখতে পাওয়া যাচ্ছিল না। এজন্য নৌ-দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এ অবস্থায় পদ্মার মাঝে নোঙর করে রাখা হয় পাঁচটি ফেরি। পরে সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কমে আসায় ফেরি চলাচল ফের শুরু হয়।

Comment here