নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট দিয়ে এখনো ঈদে ঘরমুখী মানুষের চলাচল অব্যাহত রয়েছে। ব্যক্তিগত যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ায় প্রাইভেটকারসহ ছোট যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে ঘটে। ফলে আজ মঙ্গলবার সকালে ৩ শতাধিক ছোট যান ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, সকাল থেকে ৯টি ফেরি চলাচল করছে। যাত্রীরা বিভিন্ন প্রকার যানবাহনে ঢাকা থেকে ভেঙে ভেঙে শিমুলিয়া ঘাটে এসে পৌঁছেছে। এখান থেকে নির্বিঘ্নে ফেরি দিয়ে পার হয়ে যাচ্ছে।
তবে যাত্রীর চাপ আগের মতো নেই জানিয়ে এই কর্মকর্তা বলেন, যাত্রীর চাপ না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নির্বিঘ্নে কাজ করতে পারছে। সকাল থেকে ছোট যানের চাপ রয়েছে। পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় তিন শতাধিক ছোট ছোট গাড়ি।
Comment here