সারাদেশ

শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চডুবি

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীতে ৫০ জন যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। একটি লাইটারেজ জাহাজের ধাক্কায় নৌযানটি তলিয়ে যায় বলে জানিয়েছে নৌ পুলিশ।

আজ রোববার সন্ধ্যা ছয়টার দিকে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঘাট ছাড়ার কিছুক্ষণ পর মাঝ নদীতে লঞ্চটিকে ওই জাহাজটি ধাক্কা দেয়।

নারায়ণগঞ্জ সদর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে প্রাণহানি বা জানমালের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

শহিদুল ইসলাম বলেন,‌ ‌‘এমভি হাবিব আল হাসান নামের লঞ্চটি নারায়ণগঞ্জের কেন্দ্রী ঘাট থেকে মুন্সিগঞ্জের দিকে রোববার সন্ধ্যায় ৬টায় রওনা দেয়। কয়লাঘাট এলাকায় গেলে এসকে থ্রি নামে লাইটারেজ জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে ডুবে যায় লঞ্চটি। ডুবে যাওয়ার সময় লঞ্চটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিল।’

 

Comment here

Facebook Share