শীতের মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

শীতের মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস

শীতের মধ্যে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সারাদেশে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও পূবাভাসে উল্লেখ করা হয়েছে।

 

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অফিস বলছে, আগামী দুদিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তার পরের পাঁচ দিন তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মান্নার উপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Comment here