শুটিং থেকে ফেরার পথে দুর্ঘটনায় ২ অভিনেত্রীর প্রাণ গেল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
বিনোদন

শুটিং থেকে ফেরার পথে দুর্ঘটনায় ২ অভিনেত্রীর প্রাণ গেল

ভারতে শুটিং সেরে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই দক্ষিণী টেলিভিশন অভিনেত্রী। গতকাল বুধবার ভিকারাবাদ জেলায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই দুই অভিনেত্রী হলেন- ভার্গবী (২০) ও অনুশা রেড্ডি (২১)। তারা দুজনই হায়দরাবাদ থেকে শুটিং সেরে বাসায় ফিরছিলেন।

পুলিশ জানিয়েছে, গতকাল শুটিং সেরে একই গাড়িতে বাসায় ফিরছিলেন ভার্গবী ও অনুশা। পথিমধ্যে গাড়ির সামনে একটি লরি চলে আসায় নিয়ন্ত্রণ হারান গাড়িচালক। ফলে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভার্গবীর।

এ সময় গুরুতর আহত অবস্থায় অনুশাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় গাড়িচালক ছাকরি ও গাড়িতে থাকা বিনয় কুমার নামে আরও এক ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Comment here