ইসলামি সহযোগিতা সংস্থাভুক্ত (ওআইসি) দেশগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনে সংস্থাটির আরও উদ্যোগ নেওয়ার দরকার বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের সমস্যাগুলো যদি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি তাহলে এই যে আত্মঘাতী সংঘাত, রক্তপাত-এটা হয় না।
আজ রোববার বিকেল ৫টায় গণভবনে এক সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফরের অভিজ্ঞতা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ভেতরে যদি কোনো দ্বন্দ্ব থাকে ওআইসিভুক্ত দেশগুলোর, কেন আমরা এগুলো বসে আলোচনা করে সমাধান করতে পারছি না। ওআইসির এ ব্যাপারে আরও উদ্যোগ নেওয়া দরকার। কারণ, আমাদের সমস্যাগুলো যদি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি, তাহলে এই যে আত্মঘাতী সংঘাত রক্ত-এটা হয় না।’
‘দেখা যাচ্ছে যে, মুসলামনই মুসলমানদের হত্যা করছে। সাথে সাথে ওখানে আরও একটা কথা বলেছি এবার যে, শেষ বিচার করবে আল্লাহ রাব্বুল আলামীন। কে ভালো মুসলমান, কে ভালো মুসলমান না, কে সঠিক, কে সঠিক না বা কে ভালো কাজ করছে, কে করছে না-এটার বিচার করার দায়িত্ব কিন্তু আমাদের পবিত্র কোরআন শরীফে অথবা আমাদের নবী করিম (সা.) কখনো এই দায়িত্ব আমদের দেন নাই’, বলেন শেখ হাসিনা।
তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু কিছু যুদ্ধের ময়দানে কি করতে হবে-সেটার একটা নির্দেশনা আছে। কিন্তু সেটা হলো যুদ্ধের ময়দানের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু সেটা স্বাভাবিকভাবে প্রযোজ্য হবে না। কেন মানুষ আল্লাহর ক্ষমতাকে কেড়ে নেবে।’
শেখ হাসিনা বলেন, ‘কোরআন শরীফের সকল সূরাগুলো যদি আপনারা পড়েন, সব জায়গায় দেখবেন, সব জায়গায় বলা আছে, আল্লাহ বলছেন, শেষ বিচার তিনি করবেন। তাহলে আল্লাহ যদি শেষ বিচার করেন, সেই ক্ষমতা তো আল্লাহ রাব্বুল আলামীনের। সেখানে আমরা কে ভালো মুসলমান, কে ভালো মুসলামন না, আর নিরীহ মানুষ মারলেই একেবারে বেহেশতে চলে যাবে-এটা তো কোনো দিন হয় না। এটা কোথাও লেখা নাই।’
Comment here