নিজস্ব প্রতিবেদক : চলতি শৈত্যপ্রবাহ আরও দুই-তিন দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে; রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম ও রংপুর অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে। আগামী রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে চলতি মাসজুড়েই শীতের প্রকোপ থাকবে। আগামী দিনে আরও শৈত্যপ্রবাহ আসতে পারে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে রাতের ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামে তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। গতকাল সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ আবদুল মান্নান জানান, পৌষের একেবারে শেষ পর্যায়ে এসে গত বুধবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হয়। এই সময় তাপমাত্রা আরও কমতে পারে।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৭.১ ডিগ্রি সেলসিয়াস।
 
            


 
                                 
                                
Comment here