আন্তর্জাতিক

শ্রদ্ধা জানাতে প্রেসিডেন্ট কার্যালয়ে ম্যারাডোনার মরদেহ

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ে আনা হয়েছে। হাসপাতালে ময়নাতদন্তের পর স্থানীয় সময় গতকাল বুধবার রাতে তার মরদেহ সেখানে নেওয়া হয়।

ম্যারাডোনাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য ইতিমধ্যে হাজারো মানুষ লাইনে দাঁড়িয়েছেন। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আর্জেন্টিনার রাজধানীসহ আশেপাশে রাতারাতি শ্রদ্ধাঞ্জলি অর্পনের প্রস্তৃতি এবং শোক সংগীত পরিবেশন করা হয়।

অসুস্থ থাকায় ম্যারাডোনার মস্তিস্কে জটিল অস্ত্রোপচার করা হয়েছিল। একটু সুস্থ হওয়ার পরেই বাড়ি ফিরেছিলেন তিনি। বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার মাত্র ৬০ বছর বয়সে চিরবিদায় নেন ফুটবলের এই জাদুকর।

এই ফুটবল কিংবদন্তির শেষ বিদায়ে আর্জেন্টিনাসহ পুরো বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

Comment here

Facebook Share