শ্রীপুরে চুরি করা ৯লক্ষ টাকার মুরগীর খাদ্য ৫লক্ষ টাকায় বিক্রি, আটক ২ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

শ্রীপুরে চুরি করা ৯লক্ষ টাকার মুরগীর খাদ্য ৫লক্ষ টাকায় বিক্রি, আটক ২

মোঃ হুমায়ূন কবির, স্টাফ রিপোর্টার  : গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে গতো ২১/০৯/২০১৯ইং শনিবার রাব্বি ট্রান্সপোর্ট নামের একটি পরিবহন ঠিকাদারের কাছ থেকে বগুড়ায় ১৫.টন মুরগীর খাদ্য ছয় হাজার টাকায় ঢাকা মেট্রো ট-১৮-৫৫৪৬ নাম্বারের একটি ট্রাকে ভালুকা মল্লিকবাড়ী মোড় থেকে প্রভিটা ফিট মিলস নামের কারখানা থেকে ১৫.টন মুরগীর খাদ্য বগুড়ার বনানী এলাকায় নিয়ে যাওয়ার জন্য ট্রাকটি ভাড়া নেয়া হয়।

শনিবার দিবাগত রাতে ময়মনসিংহের ভালুকার প্রভিটা ফিড মিলস্ থেকে ১৫টন মুরগীর খাদ্য নিয়ে ট্রাক বগুড়ার বনানীর উদ্দেশ্যে ছেড়ে যায়। দুইদিন অতিবাহিত হওয়ার পরও মালসহ ট্রাকটি নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছায় ট্রান্সপোর্ট মালিকের সন্দেহ হয়। এতে ভাড়া নেয়ার সময় যে ফোন নাম্বার দিয়ে ছিলো সে ফোন নাম্বারে বার বার ফোন করা হলে তা বন্ধ পেয়ে রাব্বি ট্রান্সপোর্টের মালিক সিরাজুল ইসলাম শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দায়েরের পরই চুরি করা মালামাল ও ট্রাক উদ্ধার অভিযানের নামেন শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক এস,আই মোঃ শহিদুল ইসলাম মোল্লা(বিপিএম) এঘটনায় এখন পর্যন্ত, দুজনকে আটক করা হয়েছে আটককৃত ট্রাক চালক ১/মোস্তফা কামাল (৩২) বগুড়া জেলার শেরপুর থানার খন্দকারপাড়া গ্রামের আজগর আলীর ছেলে ২/পল্ট্রির খাদ্য ব্যবসায়ী আঃ রহমান (৪৫) বগুড়া জেলার শিবগঞ্জ থানার খরকোনা গ্রামের হাফিজুর রহমানের ছেলে। ২৬/০৯/২০১৯ইং বৃহস্পতিবার শ্রীপুর উপজেলা তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের মৃত আঃ কাদেরের ছেলে সিরাজুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন। ২৭/০৯/২০১৯ইং শূক্রবার শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক এস,আই মোঃ শহিদুল ইসলাম মোল্লা দৈনিক মুক্ত আওয়াজকে জানান। অভিযোগ পাওয়ার পরপরই বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ের তথ্য প্রযুক্তির সহায়তায় জানা যায়, ট্রাক চালক মোস্তাফা আশুলিয়ার কাঠগড়া এলাকায় অবস্থান করছে।

এসময় কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে ট্রাক চালককে আটক করি। এসময় তার দেয়া তথ্যে জানা যায়, ট্রাকে থাকা তিনশ বস্তা মুরগীর খাদ্য বগুড়ার শিবগঞ্জের আব্দুর রহমানের কাছে বাকীতে পাঁচ লাখ টাকা বিক্রি করা হয়েছে। পরে চালককে সাথে নিয়ে বগুড়ার শিবগঞ্জের রিয়া-মোমিন ট্রেডার্সের মালিক আব্দুর রহমানের গুদাম থেকে ২৭০.বস্তা মুরগীর খাদ্য উদ্ধার করি সেখানে মুরগীর খাবারগুলো মাছকে খাওয়ানোর উদ্দেশ্যে নেয়া হয়েছিল।

এসময় খাদ্য গুলো কোম্পানীর বস্তা পাল্টিয়ে বিভিন্ন ধরনের বস্তায় খাবারগুলো ভরা হয়। পরে গুদাম থেকে প্রভিটার খালি বস্তাগুলোও উদ্ধার করি। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, এরা চোর দলের একটা বড় সিন্ডিকেটের হয়ে কাজ করে।

বাকী অভিযুক্তদের ধরতে আটককৃতদের নিয়ে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার(পিপিএম বার) দৈনিক মুক্ত আওয়াজকে জানান, তথ্য প্রযুক্তির যুগে অপরাধ করে পুলিশের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব নয়। এ ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Comment here