মোঃ হুমায়ূন কবির, স্টাফ রিপোর্টার : গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি আমিনুল ইসলাম এর সার্বিক দিক ২৩/০৯/২০১৯ইং সোমবার সন্ধা ০৭.টা ৪৫.মিনিটে গাজীপুর ডিবি মাদক বিরোধী স্পেশাল টীমের অফিসার ইনচার্জ, মোহাম্মদ আফজাল হোসাইন এর তত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ)মোজাম্মেল হক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানাধীন ফরিদপুর সাকিনে হাজী মোঃ ইয়াকুব আলীর বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মাদক ক্রয় বিক্রয়কালে,,,,,,,
মাদক ব্যবসায়ী ১/ইব্রাহিম ফকির (৩২) পিতা-মৃত আলাউদ্দিন ফকির, সাং-ফরিদপুর পোঃ-তেলিহাটী থানা-শ্রীপুর, জেলা গাজীপুর ২/মোঃ মুনছর (২৭) পিতা-মৃত আঃ হামিদ সাং-আলিরঘাট পোঃ-বেতাগইর থানা-নান্দাইল জেলা-ময়মনসিংহ, এ/পি-সাং-নজরুল এর বাড়ীর ভাড়াটিয়া, নয়নপুর নতুন বাজার, (দক্ষিন ধনুয়া গন্ধাস্কুল সংলগ্ন) থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর ৩/মোঃ রুবেল রানা (২৮) পিতা-মৃত মোঃ মুজিবর রহমান, সাং-আত্রামবাড়ী পোঃ-ভলদি আটা বাজার থানা-ধনবাড়ী জেলা-টাঙ্গাইল এ/পি-সাং-মামুনের বাড়ীর ভাড়াটিয়া, নয়নপুর (নতুন বাজার মোড়) থানা-শ্রীপুর জেলা-গাজীপুর। আসামীদের গ্রেফতার করা হয় ১/ইব্রাহিম ফকির এর হেফাজত হইতে ২০০ (দুইশত) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং ১০ গ্রাম হেরোইন ২/মোঃ মুনছর এর হেফাজত হইতে ১০ (দশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ৩/মোঃ রুবেল রানা এর হেফাজত হইতে ২০ (বিশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই সংক্রান্তে এস,আই (নিঃ) রুমন দাস বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ২৪/০৯/২০১৯ইং মঙ্গলবার শ্রীপুর থানায় মামলা দায়ের করেন, মামলার নং-৯৭।
Comment here