মোঃ হুমায়ূন কবির, স্টাফ রিপোর্টার; গাজীপুরের শ্রীপুরে ৯৫.(পিস) মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মাদক সম্রাট শওকত ফকির কে গ্রেফতার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী স্পেশাল টিম। ০৯/১০/২০১৯ইং বুধবার রাত ৭.টা ৪৫.মিনিটে শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশের নাজিম উদ্দিনের চায়ের দোকানের পাশ থেকে শওকত ফকিরকে আটক করা হয়। এসময় শওকত ফকির এর কাছে থাকা ৯৫.পিস মাদকদ্রব্য ট্যাবলেট ইয়াবা উদ্ধার করা হয়।
শ্রীপুর উপজেলা মুলাইদ গ্রামের আব্দুল রাজ্জাক ফকির এর ছেলে, শওকত ফকির। তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক লিয়াকত ফকির এর ছোট ভাই। গাজীপুর জেলা ডিবি মাদক বিরোধী স্পেশাল টীমের অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন জানান, গোপন সংবাদের ভিক্তিতে এই অভিযান পরিচালনা করে ৯৫.(পিস) মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ, শওকত ফকির কে গ্রেফতার করা হয়।
পরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে কোর্টে প্রেরন করা হয়েছে।
Comment here