আহমেদ মাহফুজ শ্রীপুর (গাজীপুর )প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় মোফাজ্জল হোসেন ওরফে খোকন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে বিদেশি পিস্তলসহ আটক করেছে র্যাব। মোফাজ্জল উপজেলার নোয়াগাঁও গ্রামের আব্দুল জলিল মোল্লার ছেলে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, মোফাজ্জল হোসেন খোকন গাজীপুর ও আশপাশের জেলা থেকে অস্ত্র কিনে গাজীপুর জেলার বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে আসছিলেন। মোফাজ্জল পেশায় অবৈধ অস্ত্রের ব্যবসায়ী।তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নোয়াগাঁও এলাকায় বিদেশি অস্ত্র বেচাকেনা হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা মঙ্গলবার রাতে ওই এলাকার মোফাজ্জল হোসেন খোকনের বাড়িতে অভিযান চালায়।
পরে তার উপস্থিতিতে শোয়ার ঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ১৭ রাউন্ড গুলি, একটি রামদা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
Comment here