সবচেয়ে নিন্দনীয় ঘটনা ২১ আগস্টের হামলা বাংলাদেশের : ফখরুল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

সবচেয়ে নিন্দনীয় ঘটনা ২১ আগস্টের হামলা বাংলাদেশের : ফখরুল

নিজস্ব প্রতিবেদক  : ২১ আগস্টের গ্রেনেড হামলাকে বাংলাদেশের সবচেয়ে নিন্দনীয় ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে বিএনপি। একই সঙ্গে বর্তমান সরকারপ্রধান সেদিনের ঘটনা নিয়ে যা বলছেন, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘২১ আগস্টের ঘটনা নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে নিন্দনীয় ঘটনা। কিন্তু সরকারপ্রধান এনিয়ে যা বলছেন, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

২১ আগস্ট প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা সরকারে থাকা অবস্থায় এফবিআইকে বাংলাদেশে নিয়ে এসেছি। তদন্ত করার জন্য তাদের সহযোগিতা করেছিলাম। মুফতি হান্নানকে গ্রেপ্তার আমরাই করেছি।’

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে নিয়মিত ব্রিফিংয়ে এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপস্থাপন করা ঠিক না বলেও অভিমত ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যাপারে বিএনপির মহাসচিব জানান, আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বনির্ধারিত শিডিউল পরিবর্তিত হয়েছে। এক্ষেত্রে স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়, প্রতিষ্ঠাবাষিকীর র‌্যালি হবে ২ সেপ্টেম্বর ও আলোচনা সভা একদিন এগিয়ে এনে ১ সেপ্টেম্বর আয়োজন করা হবে।

তিনি আরও জানান, স্থায়ী কমিটির বৈঠকে জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় হাইকোর্টর আদেশের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

স্থায়ী কমিটির দুই ঘণ্টার বৈঠকে মহাসচিব ছাড়া আরও উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

Comment here